সোমবার- ২০ অক্টোবর, ২০২৫

রাঙ্গুনিয়ায় আল্লামা সাঈদী স্মৃতি সংসদের উদ্যোগে তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আল্লামা সাঈদী স্মৃতি সংসদের উদ্যোগে তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত

ট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে আল্লামা সাঈদী স্মৃতি সংসদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিলক শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ ময়দানে এই তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়।

শিক্ষক এম. খুরশীদ আলমের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরির সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তজার্তিক ইসলামি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ও উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান।

আরও পড়ুন :  ওমান থেকে কফিন বন্দি হয়ে ফিরল আট প্রবাসী

বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ, মো. শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মাওলানা কাজী মোহাম্মদ ইরফানুল হক ইউনিয়ন সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ হামিদুল হক।

মাহফিলে প্রধান মুফাসির হিসাবে তাফসির পেশ করেন খ্যাতিমান ইসলামিক স্কলার চট্টগ্রাম আন্তজার্তিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিএম মফিজুর রহমান আল-আজহারি।

আরো তাফসির পেশ করেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী, রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, রাঙামাটি আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা ইসমাইল হোসাইন, শিলক বহদ্দারপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শামসুদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রহমত উল্লাহ প্রমুখ।

আরও পড়ুন :  বাড়ি-গাড়ি, জাহাজ-লরি সবই আছে যমুনা অয়েলের গেজার জয়নালের!

তাফসিরে বক্তরা বলেন- আল্লামা সাঈদী একজন কুরআনের পাখি। আল্লাহ রাসূলের কুরআনের দাওয়াত পৌঁছাতে গিয়ে জালিমের রোষানলে পড়েন তিনি। এরপরও ফ্যাসিবাদ সরকারের দমন পীড়নেও বিন্দু পরিমান দাওয়াতি কাজ থেকে বিরত থাকেননি।

অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ও বিশ্ববাসীর জীবন থেকে চিরকালের জন্য অশান্তিকে বিদায় জানাতে আল্লাহর জমিনে আল্লার আইন এবং ন্যায় বিচার ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় দেশ ও জাতির কল্যাণের জন্য কুরআন সুন্নাহর আলোকে তাফসিরুল কুরআন মাহফিলের বিকল্প নেই।

আরও পড়ুন :  চট্টগ্রামে ১৯৪ পোশাক কারখানা ভয়াবহ অগ্নিঝুঁকিতে

মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন সার্জেন্ট (অব.) আবুল কালাম, আব্দুল গফুরসহ এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ।

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page