
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কুখ্যাত সন্ত্রাসী ও রাজারহাট বাজারে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস ছালাম ওরফে কানা ছালামকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-৭ ও ৯।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় সিলেটের সুনামগঞ্জ সদর থানার কাজির পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস সালাম রাঙ্গুনিয়া থানার রাজাভূবন এলাকার নূর আহমদের ছেলে।
তিনি উপজেলার দক্ষিণ রাজানগর ইউপির আওয়ামী লীগ সমর্থিত মেম্বার ছিলেন। গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
বুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন কাজির পয়েন্ট এলাকা থেকে আব্দুস ছালাম ওরফে কানা ছালামকে গ্রেপ্তার করা হয়। কানা ছালাম রাঙ্গুনিয়া থানার ৪টি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাকে সুনামগঞ্জ জেলার সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তার ভাই আলমগীর হোসেন চট্টগ্রাম আন্তজেলার কুখ্যাত ডাকাত সর্দার ও ছোবহান হত্যা মামলার আসামি। বিগত আওয়ামী লীগ শাসনামলে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং সাবেক তথ্য-সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদের ছত্রছায়ায় ধরাছোঁয়ার বাইরে ছিলেন কুখ্যাত সন্ত্রাসী কানা ছালাম ও আলমগীর হোসেন।
You cannot copy content of this page