সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামী রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। এ খবর চাউর হতেই নড়েচড়ে বসেন নেটিজেনরা। কী কারণে রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি প্রশ্ন উঁকি দিচ্ছিল তাদের মাথায়। এবার সে উত্তর দিলেন পরীমণির আইনজীবী মো. শাহীনুজ্জামান।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজ নারী আসক্ত। কয়েকবার হাতে নাতে ধরাও পড়েছেন তিনি। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি।
রাজকে ডিভোর্স লেটার পাঠানোর কারণ হিসেবে পরীমণি উল্লেখ করেছেন, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া, মানসিক অশান্তির কথা।
এদিকে এ বিষয়ে কিছু জানেন না বলে সংবাদমাধ্যমকে অবহিত করেছেন রাজ। অনেকটা চমকে উঠে তিনি বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’
You cannot copy content of this page