রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

দীঘির আবেগঘন পোস্ট

`রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা’

`রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা'

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দীঘি বেশ সরব রয়েছেন। মায়ের মৃত্যুবার্ষিকীতে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। প্রার্থনা ফারদিন দীঘি লিখেছেন, ‘আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা। ১৩ বছর কাটিয়ে দিলাম, আরও কতটা বছর যে কাটাতে হবে। সময় কখনো থেমে থাকে না।’

অভিনেত্রীর কথায়, ‘কিন্তু প্রতিনিয়ত তোমাকে আমি অনেক মিস করি মাম্মি। এতকিছু লিখতে চাই কিন্তু দিনশেষে কিছুই লিখতে পারি না শুধু চোখ ভিজে আসে।’

সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন উল্লেখ করে লিখেছেন, ‘অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’

ঈশান/বেবি/খম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page