বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) বিকালে চট্টগ্রাম ক্লাবে রেল ঠিকাদারি সংগঠনটির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বক্তারা রেলওয়ের ঠিকাদারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, জটিলতা নিরসন কাজ শেষে বিল পরিশোধসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
সাপ্লাইয়ার্স সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফেরদৌস হুদা চৌধুরী, সহ-সভাপতি আকবর হোসেন, এনায়েত কবির, কোষাধ্যক্ষ মাসুদ হোসেন, পরিচালক সুজন কুমার দত্ত, পরিচালক গোলাম কিবরিয়া জগলু, পরিচালক দীলিপ কুমার দাশ, পরিচালক চৌধুরী সরাফত কবির।
You cannot copy content of this page