রবিবার- ৭ সেপ্টেম্বর, ২০২৫

লাইটার জাহাজের ধাক্কায় বেঁকে গেছে কালুরঘাট সেতুর গার্ডার

কালুরঘাট সেতুর সংস্কার কাজ পেছালো আরও দু‘মাস!

ট্টগ্রামে কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তে সংস্কারাধীন কালুরঘাট সেতুতে প্রবল স্রোতে ভেসে আসা একটি লাইটার জাহাজের ধাক্কা লেগেছে। এ ঘটনায় কালুরঘাট সেতুর মাঝ বরাবর নিচের দিকে থাকা একটি গার্ডার বেঁকে গেছে।

তবে এক্ষেত্রে ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তে হামিদচর এলাকায় এ কে খান ডকইয়ার্ড থেকে প্রবল স্রোতে ভেসে আসে ‘এমভি সমুদা-১‘ নামের একটি লাইটারেজ জাহাজ। জাহাজটির মালিক মেসার্স রোকনুর মেরিটাইম লিমিটেড।

আরও পড়ুন :  চবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে চিহ্নিত ৯ অস্ত্রধারী

জোয়ার শুরু হলে লাইটারেজ জাহাজটির মাস্টার জাহাজটি ডকইয়ার্ডে তুলতে ঘুরানোর চেষ্টা করে। এসময় তীব্র বাতাসে জাহাজটি সেখান থেকে সরে গিয়ে কালুরঘাট সেতুতে এসে ধাক্কা দেয় এবং আটকে যায়।

খবর পেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা, সেতুর সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড সংশ্লিষ্টরা ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, জোয়ার এবং প্রবল বাতাসের কারণে জাহাজটি দিক হারিয়ে সেতুতে এসে ধাক্কা দিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেতুর নিচে একটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের কোন ক্ষতি হয়নি। কাজেই এ সেতুর ওপর দিয়ে দোহাজারি ও কক্সবাজার রুটের ট্রেন চলাচলে কোন ধরনের সমস্যা হবে না। আমরা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানিয়েছি। তারা আইনগত ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন :  ইয়া নবী সালাম আলাইকা-ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বলেন, রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির বিষয়টি তারাই নির্ধারণ করবেন। এরপর তারা যদি মামলা করেন, আমরা অবশ্যই মামলা নেব। অন্যথায় আমরা বাদী হয়ে মামলা করব। আমাদের পক্ষ থেকে বন্দর কর্তৃপক্ষকেও একটি প্রতিবেদন দেওয়া হবে।

কালুরঘাটে অবস্থিত জরাজীর্ণ সেতুটির সংস্কার কাজ চলছে। ফলে গত বছরের ১ আগস্ট থেকে সেতুর ওপর দিয়ে ট্রেন ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ আছে। মেরামতের কাজ শেষে জুন মাসে সেতুটি খুলে দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন :  চবির চার হাজার শিক্ষার্থী ফেরারি, ক্লাস-পরীক্ষা শুরু কাল

ঈশান/খম/মউ

আরও পড়ুন