‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধূমকেতু’ সিনেমায় জুটি হয়ে কাজ করার পর ঢালিউড কিং শাকিব খান ও অভিনেত্রী পরীমনিকে আর একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। তবে বিভিন্ন অনুষ্ঠানে পরস্পর দেখা মিলেছে তাদের।
সম্প্রতি এমনই এক অনুষ্ঠানে দেখা গেছে ঢালিউডের এই দুই তারকাকে। সেখানে দেশের বহু তারকা উপস্থিত থাকলেও সবার নজর কাড়েন শাকিব-পরী। কেননা তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে- পরীমনি গাড়ি থেকে নেমে অনুষ্ঠান কক্ষে প্রবেশ করছেন।
এসময় শাকিবের সঙ্গে দেখা হতেই একে অপরকে আলিঙ্গন করেন। আলিঙ্গনরত অবস্থায় তখন আবেগতাড়িত দেখা গেছে নায়িকা পরীমনিকে। যেহেতু দুজনের ব্যক্তিগত জীবন নিয়েই কৌতূহলের শেষ নেই দর্শকদের। নেটিজেনদেরও প্রশ্ন, এ কিসের ইঙ্গিত?
এদিকে সম্প্রতি পরী নিজেই জানিয়েছিলেন- প্রেম করছেন তিনি। চলন্ত গাড়িতে হাতের ওপর অন্য এক পুরুষের হাতের ছবি পোষ্ট করে প্রেমে পড়ার কথা জানান অভিনেত্রী। যদিও একদিন বাদে অভিনেত্রী নিজেই আবার জানান, গোটা বিষয়টাই মজা করেছিলেন, আসলে তেমন কিছুই না।
কিন্তু এবার শাকিব খানের সঙ্গে আলিঙ্গনরত আবেগতাড়িত পরীমনিকে দেখেই যেন কৌতুহল বেড়ে গেছে ভক্তদের। যে কারণে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। তবে তাদের একসঙ্গে দেখে অনেকেই আবার দুজনকে জুটি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে আবার কখনো শাকিবের সঙ্গে পরীমনিকে জুটি বাঁধতে দেখা যাবে কিনা, তা সময়ই বলে দেবে।
You cannot copy content of this page