
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রাম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে।
অনলাইনে ভর্তি আবেদনের জন্য এখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন তাঁদের জন্য প্রযোজ্য ভর্তির নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন।
অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন তাঁদের জন্য প্রযোজ্য ভর্তির নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন।
পিজিডিজে প্রোগ্রাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
মোট ক্রেডিট: ৪০ (চল্লিশ)
সেমিস্টার: ২ (দুই)
আসন সংখ্যা: ৫০ (পঞ্চাশ)
কোর্স ফি: ১৬,০০০ (ষোলো হাজার) টাকা (এককালীন)
ক্লাসের সময়: শুক্রবার ও শনিবার (সকাল ৯টা থেকে বিকাল ৫টা) (সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তনযোগ্য)
ক্লাসের মাধ্যম: শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
অনলাইনে ভর্তি আবেদন শুরু: ২০ নভেম্বর ২০২৫ (বিকাল ৪টা থেকে)
অনলাইনে ভর্তি আবেদনের শেষ তারিখ: ০৭ ডিসেম্বর ২০২৫
ভর্তি আবেদন ফি জমাদানের শেষ তারিখ: ০৮ ডিসেম্বর ২০২৫
আবেদন ফি জমাদানের বিকাশ মার্চেন্ট নম্বর: ০১৯৭৮৮১৮৮৫৬
ভর্তি আবেদন ফি ৬০০ (ছয়শত) টাকা
যোগাযোগ: ০১৯৭৮৮১৮৮৫৬
(রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা)
ভর্তির যোগ্যতা
জাতীয় বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে দুই/তিন বছর মেয়াদি স্নাতক (পাশ) অথবা তিন/চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর/সিজিপিএ ২.০০ পেতে হবে।
ভর্তি প্রক্রিয়া
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রাথমিক আবেদনের প্রেক্ষিতে পিআইবি কর্তৃপক্ষ সকল আবেদনপত্র যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করবে। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা সকল পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র প্রদর্শন করে ভর্তি হতে পারবেন।
মেধা তালিকার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট
www.pib.gov.bd অথবা
SMS (nu<space>atpm<space>roll no) টাইপ করে 16222 নম্বরে send করে জানা যাবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions বা http://app1.nu.edu.bd/) থেকে অনলাইনে ‘প্রাথমিক আবেদন ফরম’ পূরণ করতে হবে। অনলাইনে ‘প্রাথমিক আবেদন ফরম’ পূরণ করে এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিক আবেদন করার পর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ ০১৯৭৮৮১৮৮৫৬ নম্বরে ৬০০ (ছয়শত) টাকা প্রেরণ করতে হবে।
টাকা পাঠানোর পর ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পিআইবির ওয়েবসাইট (www.pib.gov.bd) থেকে https://forms.gle/sesxes7UAcmULSAY9 লিংকে ক্লিক করে অনলাইনে ভর্তি আবেদন সম্পন্ন করবেন। অনলাইন আবেদনের পূর্বে নিম্নলিখিত কাগজসমূহ (সফটকপি: পিডিএফ ও জেপিইজি ফরম্যাট) অবশ্যই সঙ্গে রাখতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের স্বাক্ষরবিহীন পিডিএফ কপি (সর্বোচ্চ ৩ মেগাবাইট)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের পিডিএফ কপি প্রিন্ট করুন। প্রিন্টকৃত আবেদনে শিক্ষার্থী তারিখসহ স্বাক্ষর করবেন। এরপর স্বাক্ষরিত আবেদনপত্রটি পিডিএফ ফরম্যাটে স্ক্যান করুন। (সর্বোচ্চ ৩ মেগাবাইট)
পাসপোর্ট আকারের ছবি (সর্বোচ্চ ৩ মেগাবাইট)
স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার সনদের সত্যায়িত স্ক্যান (পিডিএফ) কপি (সর্বোচ্চ ৩ মেগাবাইট)
স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত স্ক্যান (পিডিএফ) কপি (সর্বোচ্চ ৩ মেগাবাইট)
স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত স্ক্যান (পিডিএফ) কপি (সর্বোচ্চ ৩ মেগাবাইট)
দ্বৈত ভর্তি না হওয়া সংক্রান্ত অঙ্গীকারনামার শিক্ষার্থী কর্তৃক স্বাক্ষরিত কপি (পিডিএফ) (সর্বোচ্চ ৩ মেগাবাইট)
বি.দ্র: অঙ্গীকারনামা কাছে না থাকলে pib.gov.bd থেকে ডাউনলোড করুন। ডাউনলোডের পর অঙ্গীকারনামা পূরণ ও স্বাক্ষর করে কপিটি পিডিএফ ফরম্যাটে স্ক্যান করুন।
স্নাতক পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত তথ্য, ব্যক্তিগত তথ্য (বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, যোগাযোগ নম্বর, ই-মেইল ঠিকানা, রক্তের গ্রুপ ইত্যাদি) আপনার কাছে রাখুন।
উল্লিখিত তথ্য ও সফটকপিসমূহ আপনার কাছে থাকলে পিআইবি ওয়েবসাইটের নির্ধারিত লিংকে (https://forms.gle/sesxes7UAcmULSAY9) ক্লিক করে তথ্য ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় ফাইল আপলোড করুন।
পূরণ শেষে Submit বাটন চাপুন। আবেদন সম্পন্ন হলে ‘সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করার জন্য আপনাকে ধন্যবাদ। পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।’ - শীর্ষক বার্তা আপনাকে প্রদান করা হবে।
আপনার আবেদন সম্পন্ন হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ০১৯৭৮৮১৮৮৫৬ নম্বর থেকে নিশ্চিতকরণ বার্তা প্রেরণ করা হবে।
You cannot copy content of this page