শুক্রবার- ৫ সেপ্টেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে কোহিনুর স্টিল শিপ ইয়ার্ডের ইজারা বাতিল

সীতাকুণ্ডের সলিমপুর ও তুলাতলী মৌজার উপকূলীয় বন উজাড় করে গড়ে তোলা কোহিনুর স্টিল শিপব্রেকিং ইয়ার্ড নামক জাহাজভাঙা কারখানার ইজারা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার উচ্চ আদালতের নির্দেশে ইয়ার্ডটির ইজারা বাতিল করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।

আশরাফুল আলম জানান, কোহিনুর স্টিল শিপব্রেকিং ইয়ার্ড নামক জাহাজভাঙা কারখানার লিজ বাতিল চেয়ে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে মামলা দায়ের করেন। সে মামলায় আদালত এ ইয়ার্ডটির লিজ বাতিল করার নির্দেশ দেন। সর্বশেষ গতকাল আদালত জাহাজভাঙা কারখানার ইজারা বাতিল করেন।

আরও পড়ুন :  আমানত থেকে কর্মীদের বেতন দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক!

এর আগে গত সোমবার দুপুরে উপকূলীয় বন উজাড় করে অবৈধভাবে গড়ে তোলা এ জাহাজভাঙা কারখানায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন