চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল পাহাড়ি এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানায় হানা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় দেশীয় অস্ত্র, কার্তুজ ও অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অস্ত্র তৈরির কারখানায় হানা দেয়। সেই কারখানা থেকে ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, ১টি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ার এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করে।
কারখানা থেকে অস্ত্র তৈরির চার কারিগরকে আটক করে সীতাকুন্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। খাগড়াছড়ির পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন এই অভিযান চালিয়েছে।
সেনাবাহিনী বিবৃতিতে জানায়, দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ সেনাবাহিনী এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page