রবিবার- ১৯ অক্টোবর, ২০২৫

হাছান মাহমুদের চাচাতো ভাই হাসেম তালুকদার গ্রেপ্তার

হাছান মাহমুদের চাচাতো ভাই হাসেম তালুকদার গ্রেপ্তার

নাশকতার মামলায় সাবেক পরররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই হাসেম তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৫ মে) দুপুর ১ টায় রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হাসেম তালুকদার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের জেবর মুল্লুক তালুকদারের ছেলে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই। তিনি চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের দপ্তর স¤পাদক ছিলেন।

আরও পড়ুন :  আন্তর্জাতিক পর্ন তারকা চট্টগ্রামের এক নারী, নজর নেই পুলিশের

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে নাশকতা মামলায় অভিযুক্ত হাসেম তালুকদারকে থানায় এনে অধিক তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page