আগামি ১৯ জুলাই চট্টগ্রাম রেলস্টেশন থেকে ‘ঈদ স্পেশাল ট্রেন-৯’–এর সুপার সেলুন কোচে কক্সবাজার সফরে যাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রেলমন্ত্রীর পর এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ট্রেনে ভ্রমণ করছেন।
স্পিকারের একান্ত সচিব (অতিরিক্ত সচিব) এম এ কামাল বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৯ জুলাই কক্সবাজারে ট্রেনে করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ১৮-২০ জুলাই চট্টগ্রাম-কক্সবাজার সফর করবেন তিনি। ১৮ জুলাই চট্টগ্রাম সফর করবেন। ১৯ জুলাই চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন বিশেষ সেলুন কোচে করে।’
এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম চৌধুরী দৈনিক ঈশানকে বলেন, ‘স্পিকার মহোদয় কক্সবাজার স্পেশাল ট্রেনে করে যাবেন। সে জন্য বিশেষ সেলুন কোচ সংযোজন করা হয়েছে। সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে।’
You cannot copy content of this page