সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন খবর ছড়ায়। তবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ছড়িয়ে পড়া ওই প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।
বৃহস্পতিবার (১০ জুলাই) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ৪৮তম বিশেষ বিসিএস স্থগিত করা হয়েছে বলে একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে ফেসবুকে। ওই বিজ্ঞপ্তিতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষর জাল করা হয়।
ভুয়া বিজ্ঞপ্তি প্রসঙ্গে জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) স্বাক্ষর সম্বলিত একটি ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, যা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এরকম কোনো প্রেস বিজ্ঞপ্তি পিএসসি থেকে দেওয়া হয়নি।
আরও বলা হয়, এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য কমিশনের মূল ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি বা নোটিস অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে বুধবার (৯ জুলাই) বিকেলে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করে পিএসসি। তিন হাজার চিকিৎসক নিয়োগে এই বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। সেদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।
আসনবিন্যাস দেখতে https://bpsc.gov.bd/ এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।
এদিকে ৪৮তম বিশেষ বিসিএসে সফলভাবে আবেদন করা চাকরিপ্রার্থীরা আজ (১০ জুলাই) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।
You cannot copy content of this page