
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৫২তম মৃত্যুবার্ষিকীতে তার রাজনৈতিক ভূমিকার সঠিক মূল্যায়ন এবং তার নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণের দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি স্মৃতি পরিষদ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ৫২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কে এম ফজলুল কাদের চৌধুরী স্মৃতি পরিষদ, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এই দাবি জানায়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. এনাম হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ফজলুল কাদের চৌধুরীর ভূমিকাকে বিতর্কিত করার জন্য তৎকালীন ভারতীয় আধিপত্যবাদকে দায়ী করা হয়েছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, ভারত-সমর্থিত কিছু এজেন্ট ও রাজনৈতিক শক্তির মাধ্যমে ফজলুল কাদের চৌধুরীর দেশপ্রেম এবং স্বাধীনতা অর্জনে তার গৌরবময় ভূমিকাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এতে বলা হয়, “হিন্দুস্থান ও তাদের মদদপুষ্ট মুজিব গোষ্ঠী জাতির মাঝে একটি বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করেছিল।”
বিবৃতিতে তাকে ইসলামী জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা হিসেবে উল্লেখ করে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম মেডিকেল কলেজ ও মেরিন একাডেমিসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলা হয়, এতগুলো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হওয়া সত্ত্বেও আজও কোন প্রতিষ্ঠান বা হল তার নামে নামকরণ করা হয়নি—এটি জাতির জন্য একটি লজ্জাজনক অবহেলা।
স্মৃতি পরিষদের বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকার যেন বিগত সময়ের ভারত-প্রযোজিত বিকৃত ইতিহাস পরিত্যাগ করে প্রকৃত ইতিহাসের মূল্যায়ন করে।
এছাড়া বিবৃতিতে দাবি জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হল এবং চুয়েট-এর নাম মরহুম এ.কে.এম. ফজলুল কাদের চৌধুরীর নামে নামকরণ করা হোক।