শনিবার- ৩১ জানুয়ারি, ২০২৬

বৈদেশিক মুদ্রাসহ চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী আটক

বৈদেশিক মুদ্রাসহ চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী আটক

ট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ সাকিব নেওয়াজ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দুবাই যাওয়ার কথা ছিল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তার লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। আটক সাকিব নেওয়াজের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।

আরও পড়ুন :  চট্টগ্রামে খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা কাল

তল্লাশিকালে তার কাছে ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল, ৫৭৫ ওমানি রিয়াল ও ৯ হাজার ২০০ ইউএই দিরহাম পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় মোট ৮০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, আটক সাকিব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-এ ১৪৭ ফ্লাইটে মঙ্গলবার রাতে দুবাই যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর নিরাপত্তা শাখা, এনএসআই, ডিজিএফআই, বিমানবাহিনী টাস্কফোর্স এবং বিমানবন্দর কাস্টমস যৌথভাবে টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বহির্গমন ৭ নম্বর গেটে তার লাগেজে তল্লাশি চালিয়ে সবজির ভেতর লুকিয়ে রাখা মুদ্রা জব্দ করে।

আরও পড়ুন :  হেফাজত আমিরের দোয়া নিলেন জামায়াত প্রার্থী নুরুল আমিন

আটক যাত্রী সাকিব নেওয়াজ প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করে থাকেন বলে জানান তিনি। মুদ্রা পাচার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় কাস্টমস সূত্র।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page