সোমবার- ৫ মে, ২০২৫

সর্বশেষ আটক জাহাজও ছেড়েছে আরাকান আর্মি!

সর্বশেষ আটক জাহাজটিও ছেড়ে দিয়েছে আরাকান আর্মি!

প্রথম দুটি পণ্যবাহী জাহাজ ছাড়ার পর সর্বশেষ আটক জাহাজটিও ছেড়ে দিয়েছে মায়ানমারের স্বাধীনতাকামী বিদ্রোহি গোষ্ঠী আরাকান আর্মি। ফলে ১৭ দিন পর টেকনাফ স্থলবন্দরে নোঙর করেছে জাহাজটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে জাহাজটি জেটিতে নোঙর করে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সর্বশেষ পণ্যবাহী কার্গোটিও ঘাটে পৌঁছেছে।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, গত ১২ জানুয়ারি ইয়াংগুন বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী তিনটি জাহাজ আটকে রাখে আরাকান আর্মি। এর মধ্যে ২০ জানুয়ারি দুটি জাহাজ ছেড়ে দেয়। সেখানে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল।

দীর্ঘ ১৭ দিন পর সর্বশেষ জাহাজটিও ছেড়ে দেয় মায়ানমারের আরাকান আর্মি। ফলে পণ্যবাহী জাহাজটি শনিবার দুপুরে টেকনাফ স্থলবন্দর জেটিতে নোঙর করে। যতটুকু জেনেছি আরাকান আর্মি জাহাজগুলো তল্লাশির জন্য রেখে দিয়েছিল।

টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, আটকে রাখা জাহাজে কসমেটিকস ও ৫০ হাজার বস্তা শুটকি, সুপারী, কপিসহ বিভিন্ন মালামাল ছিল। আগের দুটি বোট মালামাল খালাস করে ইয়াংগুনে ফিরে গেছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show