শুক্রবার- ২৮ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯ বসতঘর, দু‘জনের প্রাণহানী

ট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ারদিঘী এলাকায় আগুনে পুুড়েছে ৯ বসতঘর। এতে শ্বাসরোধ হয়ে মারা গেছেন দু‘জনের। তবে তাৎক্ষণিকভাবে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বলুয়ারদিঘীর পশ্চিমপাড়স্থ জাফর সওদাগর কলোনিতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক আবদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

তিনি জানান, খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার ফাইটাররা গিয়ে শেষ মুহুর্তের আগুন নিভিয়েছেন। আর সেখানে মারা যাওয়া দু‘ব্যক্তির বিষয়ে শুনেছেন। কিন্তু তাদের দেখেননি ফায়ার ফাইটাররা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে একটি সেমিপাকা ঘরের বিদ্যুতের ওয়ারিং থেকে আগুন লাগে। ওই ঘরের ভিতরে ৫ জন আটকা পড়ে। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ৩ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন। নিহতরা স¤পর্কে স্বামী-স্ত্রী। তারা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে তাদের নাম বলতে পারেননি কেউ।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page