শুক্রবার- ২২ আগস্ট, ২০২৫

এবার বিয়ে করলেন চট্টগ্রামের সমন্বয়ক রাফি

এবার বিয়ে করলেন চট্টগ্রামের সমন্বয়ক রাফি

বার বিয়ে করলেন জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তার স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌসি মিতু। তিনি বরিশালের বাসিন্দা।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।’

আরও পড়ুন :  চট্টগ্রামে অর্থ সংকটে বন্ধের পথে বিআরটিসির স্কুলবাস

খোঁজ নিয়ে জানা যায়, রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি। তার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার নাতি হয়েও কোটার বিরুদ্ধে আন্দোলন করে তিনি জুলাইয়ে ব্যাপক আলোচিত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ছিলেন খান তালাত মাহমুদ রাফি। বর্তমানে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে খাস জমিতে গড়ে উঠা যেন এক টুকরো ‘ইনডিয়া’

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page