সোমবার- ১৩ অক্টোবর, ২০২৫

মানাসলু জয়ের গল্প শোনালেন বাবর-তানভীর

মানাসলু জয়ের গল্প শোনালেন বাবর-তানভীর

বিশ্বের অষ্টম উচ্চতম (২৬ হাজার ৭৮১ ফুট) মানাসলু পর্বতশৃঙ্গ জয় করে লাল-সবুজের পতাকা উড়িয়ে চট্টগ্রামে ফিরলেন পর্বতারোহী ডা. বাবর আলী। কৃত্রিম অক্সিজেন ছাড়াই এই পর্বতশৃঙ্গে ওঠা প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন ডা. বাবর আলী।

তার সঙ্গে এই পর্বতের চুড়ায় উঠে আরেক ইতিহাস গড়লেন পর্বতারোহী তানভীর আহমেদও। কারণ বিদেশের কোন প্রশিক্ষণ ছিল না তানভীরের। দেশে প্রশিক্ষণ নিয়েই একই উচ্চতায় উঠা প্রথম বাংলাদেশি তিনি।

তারা দুজনেই শনিবার (৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এই পর্বতশৃঙ্গ অভিযান নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বাবার আলী বলেন, দম বাড়ানো ব্যায়ামই কৃত্রিম অক্সিজেনবিহীন মানাসলু পর্বতের চূড়া জয় করতে সহায়তা করেছে তাকে।

বাবার আলী বলেন, গত পাঁচ মাস আগে আট হাজার মিটার উচ্চতার পর্বত অন্নপূর্ণা জয় করে ফেরার পর তিনি দম বাড়ানোর ব্যায়াম শুরু করেন। গত ২৬ সেপ্টেম্বর কৃত্রিম অক্সিজেন ছাড়া নেপালের এই অনিন্দ্য সুন্দর পর্বত জয় করেন তিনি। এর আগে তিনি এভারেস্ট, লোৎসে এবং অন্নপূর্ণা জয় করেন।

বাবর আলী জানান, সামিট ক্যা¤প অর্থাৎ ৭৪০০ মিটার থেকে চূড়ায় অর্থাৎ ৮১৬৩ মিটার উপরে ওঠার সময় অক্সিজেনের অভাবটা তিনি টের পেয়েছেন। শারীরিকভাবে কিছু সমস্যা দেখে দিলেও মানসিকভাবে শতভাগ ফিট থাকায় অসুবিধা হয়নি। চূড়ায় নিরাপদে ওঠে আবার নামতে পেরেছেন।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

বাবর আলী জানান, আটহাজার মিটারের অধিক উচ্চতার পর্বত আছে পৃথিবীতে চৌদ্দটি। ওই উচ্চতায় অক্সিজেন থাকে ভূপৃষ্ঠের তুলনায় এক-তৃতীয়াংশ। ফলে মানবদেহ সচল রাখতে পর্বতারোহীরা কৃত্রিম অক্সিজেন ব্যবহার করেন। তিনি চেষ্টা করেছিলেন কৃত্রিম অক্সিজেন ছাড়াই তা করতে।

বাবর আলী বলেন, পশ্চিমারা কত দূরের পথ পাড়ি দিয়ে হিমালয় থেকে দারুণ সব আরোহণের কৃতিত্ব ঝুলিতে ভরেছে অনেক আগেই। আমাদের বাড়ির পাশের হিমালয় হওয়া সত্ত্বেও আমরা কেন পারবো না। আমি আশা করব, আমার পরের পর্বতারোহীরা আরো নতুন সব আইডিয়া নিয়ে পর্বতে যাবেন। প্রতিটা পর্বত চূড়ায় লাল-সবুজ পতাকা হাতে এই মাটির কেউ দাঁড়ালে, দেশটাও তাঁর সাথে কিছুটা হলেও উপরে ওঠে বলে আমার বিশ্বাস। তবে এর পেছনে দীর্ঘ সাধনা আর প্রস্তুতির ব্যাপার আছে। প্রস্তুতির ব্যাপারটাতে সবাই যাতে আরো বেশি মনোযোগ দেয়, সেই প্রত্যাশা থাকবে আমার।

বাবর আলীর সাথে প্রথমবারেই মানাসলু জয়ে সফলতা পেয়েছেন আরেক পবর্তারোহী তানভীর। তানভীর আহমেদ বলেন, আটহাজারি শিখরে সফল সব বাংলাদেশি পর্বতারোহীই পর্বতারোহণের প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রাপ্ত। তাই অনেকের ধারণা ছিল, অতি-উচ্চ পর্বতে সফলতা পেতে বিদেশে গিয়ে মাউন্টেনিয়ারিং কোর্সের বিকল্প নেই। এই ধরনের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নেই। যেহেতু আমাদের দেশে ওই অর্থে পর্বত কিংবা হিমবাহ নেই, সেহেতু দেশের বাইরে গিয়ে পর্বতারোহণ প্রশিক্ষণের ব্যাপারটাতে আমার ঘাটতি ছিল। তবে দেশে ক্লাবের সদস্যদের সাহায্যে প্রশিক্ষণ, নিয়মিত অন্যান্য অনুশীলন আর একাগ্রতার মাধ্যমে আমি সেই ঘাটতি কাটিয়ে উঠেছি।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

এই ব্যাপারে অনুশীলনের প্রতি আমার একাগ্রতা আমাকে সাহায্য করেছে। আট হাজার মিটার উচ্চতার পর্বত সব সময়ই কঠিন। তাঁর উপর এটি ছিল আমার প্রথম আট হাজার মিটার পর্বত। সহ-অভিযাত্রী হিসেবে বাবরের মতো অভিজ্ঞ কাউকে পাওয়াটাও ছিল দারুণ ব্যাপার। আট হাজার মিটারের পাতলা বাতাসের রাজ্যে নিশ্বাস নেওয়াটাই ছিল আমার কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। সেটাতে যেহেতু উতরে গেছি, ভবিষ্যতে আমি চোখ রাখছি অন্যান্য উঁচু পর্বতগুলোর দিকে।

মানাসলু অ্যাসেন্টঃ ভার্টিক্যাল ডুয়ো শীর্ষক এই অভিযানের আয়োজক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। সংবাদ সম্মেলন ও পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানে দুই পর্বতারোহী ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘সামুদা’ এর চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস এবং ভিজুয়াল নিটওয়ারের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল উপস্থিত ছিলেন। ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের পাবলিক রিলেশন্স সেক্রেটারি আশরাফুল আরেফীন আসিফ। আর পুরো অভিযানের ব্যবস্থাপক হিসেবে ছিলেন ফরহান জামান।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

বাবর আলী দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর সাধারণ স¤পাদক এবং তানভীর আহমেদ এ ক্লাবের মাউন্টেনিয়ারিং বিষয়ক স¤পাদক হিসেবে দায়িত্বরত। তানভীর গত বছর অন্যতম টেকনিক্যাল চূড়া আমা দাবলাম সামিট করেন, প্রথম বাঙালি হিসেবে যেই পর্বত ২০২২ সালে সামিট করেছিলেন বাবর।

এর আগে গত বৃহ¯পতিবার তারা চট্টগ্রাম এসে পৌঁছান। চট্টগ্রাম রেলস্টেশনে তাদের বরণ করে নেন পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্যরা।

ভার্টিক্যাল ড্রিমার্সের মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো নামের এই অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান জানান,
গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে নেপালে পৌঁছান বাবর ও তানভীর। ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর বেলায় তারা দুজন মানাসলুর চূড়ায় লাল-সবুজ পতাকা ওড়ান। এ নিয়ে চতুর্থবারের মতো আট হাজার মিটারের পর্বত জয় করলেন বাবর।

এর আগে তিনি বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, চতুর্থ উচ্চতম পর্বত লোৎসে ও দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ জয় করেছেন। আর তানভীর আহমেদের জন্য মানাসলু হলো প্রথম আট হাজারি সাফল্য। তিনি গত বছর আমা দাবলাম জয় করেছিলেন।

বাবর আলী চট্টগ্রামের হাটহাজারীর সন্তান, পেশায় চিকিৎসক এবং ভার্টিক্যাল ড্রিমার্সের সাধারণ স¤পাদক। তানভীর আহমেদ কিশোরগঞ্জের খরমপট্টির বাসিন্দা, পেশায় করপোরেট কর্মকর্তা এবং একই ক্লাবের মাউন্টেনিয়ারিং সম্পাদক।

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page