শুক্রবার- ১৭ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

ইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। গতবার পাসের হার ছিল ৭০ দশমিক ৩২। জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ২৬৯ জন।

আর এবার পাসের হার ৫২ দশমিক ৫৭। জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন। সে হিসাবে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ আর জিপিএ-৫ কমেছে প্রায় ৪ হাজার।

আরও পড়ুন :  জয়শ্রী-মোরশেদ গিলে খাচ্ছে হাটহাজারীর এলজিইডির উন্নয়ন বরাদ্দ!

বৃহ¯পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদ প্রমুখ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ছাড়া কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। এর মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন। ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৯৫ এবং ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৯।

আরও পড়ুন :  জয়শ্রী-মোরশেদ গিলে খাচ্ছে হাটহাজারীর এলজিইডির উন্নয়ন বরাদ্দ!

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম নগরে পাসের হার ৭০ দশমিক ৯০। আর নগর বাদে জেলায় পাসের হার ৪৩ দশমিক ৬৩। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১ দশমিক ২৪, খাগড়াছড়িতে ৩৫ দশমিক ৫৩ ও বান্দরবানে ৩৬ দশমিক ৩৮। অন্যদিকে কক্সবাজার জেলায় পাসের হার ৪৫ দশমিক ৩৯।

বিভাগ হিসেবে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৭৫। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫ দশমিক ৩০ ও মানবিক বিভাগে পাসের হার ৩৭ দশমিক শূন্য ৮।

আরও পড়ুন :  জয়শ্রী-মোরশেদ গিলে খাচ্ছে হাটহাজারীর এলজিইডির উন্নয়ন বরাদ্দ!

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page