মঙ্গলবার- ১৩ জানুয়ারি, ২০২৬

আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ফিরল চট্টগ্রাম শিক্ষাবোর্ড

আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ফিরল চট্টগ্রাম শিক্ষাবোর্ড

দীর্ঘ ১৭ বছর পর বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা‘২০২৫।

আগামী ৮ ডিসেম্বর এই প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহাম্মদ।

তিনি জানান, দীর্ঘ ১৭ বছর পর আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। অনুষ্ঠান সফলভাবে স¤পন্ন করতে ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত সকল কলেজ সমূহের প্রধানদের সাথে সমর্থনপূর্বক আন্তরিক আলোচনা হয়েছে।

৮ ডিসেম্বর সকালে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। যেখানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।

দীর্ঘ ১৭ বছর আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা কেন অনুষ্ঠিত হয়নি এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ড সর্বশেষ ২০০৮ সাল পর্যন্ত আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করলেও এরপর থেকে আর হয়নি। কেন হয়নি তা আমার জানা নাই।

আরও পড়ুন :  কমিশন কান্ডে বদলির পর এবার ‘ওএসডি’ এসিওএস শরিফ!

তবে আমি জয়েন্ট করার পর চলিত বছরের শুরুর দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃক জাতীয় পর্যায়ে স্কুল সমূহের ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি ও সমমান প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করি। যেখানে পুরো বাংলাদেশের মাধ্যমিক লেভেলের সকল পর্যায়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এবার আমি আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগীতা শুরু করে দিয়েছি আশা করি ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এমন আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহাম্মদ।

শিক্ষাবোর্ড সূত্রমতে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অধিভুক্ত একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্র-ছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ করবেন। আয়োজনের সুবিধার্থে দুই পর্বে এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

এতে কলেজসমূহকে চট্টগ্রাম মহানগর পূর্ব, মহানগর পশ্চিম, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম উত্তর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় বিভক্ত করা হয়েছে। ৩০ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম কলেজ মাঠে প্যারেড ময়দানে বাছাই পর্ব চলবে। ওই একই মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা ৮ ডিসেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সংশোধিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন :  চমেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে গুলিবিদ্ধ শিশু হুজাইফা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন কার্ডের এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইএসআইএফ অংশের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত ফটোকপি সহকারে একজন শিক্ষকের তত্ত্বাবধানে প্রতিযোগীদের নির্দিষ্ট সময়ে মাঠে উপস্থিত থাকতে হবে।

মহানগর পূর্বের আওতায় চকবাজার, কোতোয়ালি, পাঁচলাইশ, বায়েজিদ, বাকলিয়া, চাঁদগাও খুলশী ও কর্ণফুলী থানাধীন কলেজসমূহ চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠে ২ ডিসেম্বর বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। একই তারিখে মহানগর পশ্চিমের আওতায় বন্দর কলেজ স্টেডিয়ামে বাছাই পর্ব হবে সদরঘাট, ডবলমুরিং, বন্দর, পতেঙ্গা, ইপিজেড, হালিশহর, পাহাড়তলী ও আকবর শাহ থানাধীন কলেজসমূহ।

চট্টগ্রাম দক্ষিণের আওতায় চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠে ৩ ডিসেম্বর বাছাই পর্ব হবে চট্টগ্রাম দক্ষিণ জেলার সকল কলেজসমূহ। চট্টগ্রাম উত্তরের আওতায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে ৩০ নভেম্বর বাছাই পর্ব হবে চট্টগ্রাম উত্তর জেলার সকল কলেজসমূহের।

আরও পড়ুন :  কোন পথে এনসিটি চুড়ান্ত হবে কাল

রাঙামাটি জেলার আওতায় রাঙামাটি সরকারি কলেজ মাঠে বাছাই পর্ব হবে ১ ডিসেম্বর রাঙামাটি জেলার সকল কলেজসমূহ। খাগড়াছড়ি জেলার আওতায় খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে বাছাই পর্ব হবে ১ ডিসেম্বর জেলার সকল কলেজসমূহের।

বান্দরবান জেলার আওতায় বান্দরবান সরকারি কলেজ মাঠে বাছাই পর্ব হবে ২ ডিসেম্বর জেলার সকল কলেজসমূহ ও কক্সবাজার জেলার আওতায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে বাছাই পর্ব হবে ১ ডিসেম্বর জেলার সকল কলেজসমূহের।

এবারের প্রতিযোগিতায় ইভেন্ট সমূহের মধ্যে রয়েছে ছাত্রদের জন্য ১০০ মিটার দৌড়, ছাত্রীদের জন্য ১০০ মিটার দৌড়, ছাত্রদের জন্য ৪০০ মিটার দৌড়, ছাত্রীদের জন্য ২০০ মিটার দৌড়, ছাত্রদের জন্য ১৫০০ মিটার দৌড়, ছাত্রীদের জন্য ৪০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ ও বর্ষা নিক্ষেপ।

ঈশান/কম/মসু

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page