
# টোকেন ফি নিয়ে বিরোধ
# বিপাকে যাত্রী ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা
রাঙামাটি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহি বাস চলাচল বন্ধ রেখেছে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি। সৌদিয়া পরিবহন ও রাঙামাটি বাস মালিক সমিতির দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ রাখা হয়।
বৃহ¯পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে সমিতি। এতে বিপাকে পড়েছেন রাঙামাটি-চট্টগ্রাম ও ঢাকা রুটের সকল বাস যাত্রী ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা।
এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির সাধারণ স¤পাদক কাজী আনিসুর জামান সোহেল। তিনি বলেন, আমাদের সাথে আলোচনা না করেই সৌদিয়ার গাড়ি চলাচল শুরু হয়েছে। আমরা বন্ধ রেখে আলোচনা করতে বলেছি কিন্তু তারা শোনেনি। তাই আমরা বাস চলাচল বন্ধ রেখেছি অনির্দিষ্টকালের জন্য। সড়কে শৃঙ্খলা থাকতে হবে।
সূত্র জানায়, সৌদিয়া পরিবহন তাদের দুটি বাস রাঙামাটি-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করলেও মালিক সমিতিতে টোকেন ফি জমা দিচ্ছিল না। ফলে বুধবার সমিতি সৌদিয়ার কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তা চালু করা হয়।
এর প্রতিবাদে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
ঢাকা থেকে আসা পর্যটক সুরাইয়া মিম জানান, আমি রাঙামাটি ঘুরতে এসেছি পরিবারের সাথে। কিন্তু সকাল থেকে দেখছি বাস চলছে না। এখন কীভাবে ফিরবো বুঝতে পারছি না।
রাঙামাটি সরকারি কলেজের ছাত্র কৌশিক আহমেদ জানান, হঠাৎ বাস বন্ধের খবর জানতাম না। সকালে কাউখালির বাসা থেকে বেরিয়ে এসে দেখি বাস চলছে না। ফলে কলেজে আর যাওয়া হয়নি। শেষে বাড়িতে ফিরে গেছি।
সৌদিয়া বাস কাউন্টারের রাঙামাটি ব্যবস্থাপক আরমান হোসেন বলেন, আমরা সব অনুমতি নিয়ে বাস চলাচল শুরু করেছি। কিন্তু গত বুধবার হঠাৎ আমাদের কাউন্টারে তালা ঝুলিয়ে দেয় মোটর মালিক সমিতির লোকজন। পরে সেনাবাহিনীর সহায়তায় তালা খোলা হয়।
তিনি আরও বলেন, আগামী রবিবার দুই পক্ষকে নিয়ে বৈঠক করে এই সংকটের সমাধান করবে বলে জানানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আসা আমাদের একটি এসি বাস আটকে রাখা হয় এবং যাত্রীদের রাউজানে নামতে বাধ্য করা হয়। মোটর মালিক সমিতি তাদের প্রতিশ্রুতি রাখেনি।
রাঙামাটি মোটর মালিক সমিতির ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ তালুকদার বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা প্রশাসনের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, হঠাৎ এমন ঘটনা অপ্রত্যাশিত, তবে কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই সমাধান হবে।
উল্লেখ্য, রাঙামাটি বাস মালিক সমিতি মূলত চট্টগ্রামের রাউজান থেকে নিয়ন্ত্রিত হয়।










































