শনিবার- ৩১ জানুয়ারি, ২০২৬

সমুদ্রে ভাসমান বোটে ২০ জেলে, উদ্ধার করলো নৌবাহিনী

সমুদ্রে ভাসমান বোটে ২০ জেলে, উদ্ধার করলো নৌবাহিনী

ঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ২০ জেলে ভাসছিল একটি মাছ ধরার নৌকায়। আর তাদের উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) নৌবাহিনীর জাহাজ বানৌজা সুরমা এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

নৌবাহিনী সূত্র জানায়, নিয়মিত টহল চলাকালে শুক্রবার সকাল ছয়টার দিকে জরুরি টেলিবার্তার মাধ্যমে সমুদ্রে একটি মাছ ধরার বোট ভাসতে থাকার খবর পায় বানৌজা সুরমা। খবর পাওয়ার পরপরই জাহাজটি ঘটনাস্থলের দিকে রওনা হয়।

আরও পড়ুন :  চট্টগ্রামে পাহাড় কেটে ভবন বানাচ্ছে বিপিসি!

পরে কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা বোটটি শনাক্ত করে ২০ জন মাঝি-মাল্লাসহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের খাবার ও প্রয়োজনীয় সহায়তা সরবরাহ করে নৌবাহিনী। দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং জেলে ও নাবিকদের সুরক্ষায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রাখবে বলে জানায় বাংলাদেশ নৌবাহিনী।

আরও পড়ুন :  হেফাজত আমিরের দোয়া নিলেন জামায়াত প্রার্থী নুরুল আমিন

উদ্ধার হওয়া জেলেরা জানান, তারা গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করেছিলেন। এরপর ২৮ জানুয়ারি ভোররাতে আনুমানিক চারটার দিকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতিকারী অন্য একটি বোটে এসে দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের বোটে হামলা চালায়।

একপর্যায়ে জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, চার ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ ব্যক্তিগত মালামাল লুট করে নেয়। পরে দুষ্কৃতিকারীরা বোটটির ইঞ্জিন বিকল করে দিয়ে চলে যায়। ইঞ্জিন বিকল থাকায় বোটটি এরপর থেকে সমুদ্রে ভাসতে থাকে। শেষ পর্যন্ত নৌবাহিনীর টহল জাহাজের সময়োচিত তৎপরতায় জেলেদের উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন :  এনসিটি ইজারা নিয়ে উত্তাল চট্টগ্রাম বন্দর

ঈশান/খম/মম

আরও পড়ুন

You cannot copy content of this page