শুক্রবার- ৩০ জানুয়ারি, ২০২৬

রাজ মালদ্বীপে, রাজ্যকে নিয়ে পরীমণি হাসপাতালে

মালদ্বীপে নিজের মতো করে কয়েকটা দিন কাটিয়ে দেশে ফিরবেন শরীফুল রাজ। এই সময়ে একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে হাসপাতালে দৌঁড়াচ্ছেন পরীমণি। ঈদের আগে নানা অসুস্থ, আর ঈদের আনন্দ শেষ হতে না হতেই অসুস্থ হয়ে পড়েছেন তার ছেলে রাজ্য।

পরীমণি জানান, রাজ্য অসুস্থ। তাকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন তিনি। রাজ সম্পর্কে পরীমনি বললেন, ‘ও তো যা খুশি করছে। নিজের মতো করেই চলছে। যেখানে খুশি যাচ্ছে। এসবে আমার কী! তবে একটি বারের জন্যও সে ছেলের খোঁজ নেয়নি।’

আরও পড়ুন :  ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রেল কর্মচারীদের বিক্ষোভ

হাসপাতালে দৌঁড়ের মধ্যেই পরীমনি রাজ্য ও নানাকে নিয়ে ঈদ উদযাপনের কিছু ছবি পোস্ট করেছেন সোমবার। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ঈদের ছবি!’ সঙ্গে জুড়েছেন লাল রঙ্গে লাভ ইমোজি।

২০২১ সালে ১৭ অক্টোবর রাজকে গোপনে বিয়ে করেন পরীমনি। গত বছরের ১০ জানুয়ারি ফেসবুক পোস্টে গোপন বিয়ের খবর জানান। একই পোস্টে পরীমনি জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন।

আরও পড়ুন :  ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রেল কর্মচারীদের বিক্ষোভ

২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। একই বছরের ১০ আগস্ট এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় পুত্র রাজ্য।

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page