শনিবার- ১৯ এপ্রিল, ২০২৫

প্রধানমন্ত্রীর ডাকে তামিম গণভবনে

চলমান আফগানিস্তান সিরিজের মাঝে অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর তামিম টিম হোটেল ছেড়ে চলে যান নিজের বাসায়। অবসরের দিন তার সাথে যোগাযোগ করতে পারেনি কেউ। দিনের পুরোটাই পরিবারের সদস্যদের সাথে কাটিয়েছেন তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তামিমের দিক থেকে কোনো সাড়া মেলেনি। তবে প্রধানমন্ত্রীর অফিস থেকে যখন ডাক পড়ে তখন আর চুপ থাকতে পারেননি তামিম।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাত করতে যান সাবেক অধিনায়ক। তামিমের সঙ্গে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও গণভবনে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বোর্ড মিটিং শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন তার জন্য অপেক্ষা করবে বোর্ড। তামিম বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ কারও সঙ্গে যোগাযোগ না করলেও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে দেখা করেছেন। জানা গেছে প্রধানমন্ত্রী তার সঙ্গে তার অবসরের বিষয় নিয়ে কথা বলবেন।

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page