বুধবার- ৫ নভেম্বর, ২০২৫

শাকিব খান চলচ্চিত্রের জন্য অশুভ শক্তি : সাচ্চু

এক দশকেরও বেশি সময় ধরে দেশীয় চলচ্চিত্রে একক রাজত্ব করছেন চিত্রনায়ক শাকিব খান। তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে ঢাকাই চলচ্চিত্র। অথচ শাকিব খান চলচ্চিত্রের জন্য ভালো কিছু না বলে মন্তব্য করেছেন অভিনেতা শহিদুল ইসলাম সাচ্চু।

তানভীর তারেকের সঞ্চালনায় এক অনুষ্ঠানে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ককে নিয়ে এমন মন্তব্য করেছেন এই অভিনেতা।

সাচ্চু বলেন, ‘আমার কাছে মনে হয়, শাকিব খান অনেক পপুলার, অনেক ভালো, কিন্তু ফিল্মের জন্য কোনো কিছু না। একটা অশুভ শক্তি, ফিল্মকে শেষ করে দেয়ার জন্য। তার হয়তো দর্শকপ্রিয়তা বেড়েছে কিন্তু ফিল্মের জন্য ভালো কিছু না। একটা ইন্ডাস্ট্র্রিকে বাঁচতে হলে সবাইকে নিয়ে বাঁচতে হবে, সেটা ওর নেই।

আরও পড়ুন :  চট্টগ্রামে হুম্মাম-হেলালসহ প্রায়ই নতুন মুখ

সাচ্চু বলেন, যে সময়টাতে শাকিব শিল্পী সমিতির সভাপতি ছিলেন তখন আমি বুঝতে পেরেছি কাছ থেকে। ও আসলে পুরো চলচ্চিত্রকে ভালোবাসে না। সে তাকে ভালোবাসে। মিশা সওদাগর যতটা চলচ্চিত্রকে ভালোবাসেন, জায়েদ খান যতটা ভালোবাসেন শাকিব খান চলচ্চিত্রকে ততটা ভালোবাসেন না। আমি শাকিবের সঙ্গে অনেক কাজ করেছি।’

আমেরিকায় ৬ মাস থাকার পর গত বছরের শেষ দিকে বাংলাদেশে ফেরেন শাকিব খান। এ সময় বিমানবন্দরে হাজারো লোক ভিড় করেছিলেন শাকিব খানকে অভ্যর্থনা জানানোর জন্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিজের টাকা খরচ করে বিমানবন্দরে এত লোকের সমাগম ঘটেনি, বরং টাকা দিয়ে তাদের আনা হয়েছিল বলেও মন্তব্য করেন সাচ্চু।

আরও পড়ুন :  কক্সবাজার যাওয়ার পথে প্রাণ হারালেন ৫ ভ্রমণপিপাসু

শাকিব খান আত্মকেন্দ্রিক ইঙ্গিত দিয়ে চিত্রনায়ক মান্নার প্রসঙ্গ টেনে সাচ্চু বলেন, ‘মান্নাও কিন্তু পলিটিকস করেছেন কিন্তু দেখা যেত তিনি তার সঙ্গে অন্যদেরও নিচ্ছেন। ফেরদৌস, আমিন খানসহ আরও চারজনকে নিচ্ছেন। ওরাও কাজ পাচ্ছেন। এমনকি অন্য ছবিতে দেখা যেত কম বাজেটে আলেকজান্ডার বো কাজ করছেন। আসলে মান্নার ইচ্ছা ছিল ইন্ডাস্ট্র্রি রান করতে হবে।’

আরও পড়ুন :  কক্সবাজার যাওয়ার পথে প্রাণ হারালেন ৫ ভ্রমণপিপাসু

ঈশান/সুম/খম

আরও পড়ুন

You cannot copy content of this page