মঙ্গলবার- ২৮ অক্টোবর, ২০২৫

বকেয়া বিলের দায়ে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় অফিস বিদ্যুৎ বিচ্ছিন্ন

বকেয়া বিলের দায়ে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় অফিস বিদ্যুৎ বিচ্ছিন্ন

কেয়া বিল পরিশোধ না করায় মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় অফিস। এতে পূর্বাঞ্চলের কন্ট্রোল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত রেলওয়ের কন্ট্রোল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পিডিবি।

আরও পড়ুন :  চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলিতে প্রাণ গেল যুবদলকর্মীর

পরে রেলওয়ে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাহাড়তলী শাখার সঙ্গে যোগাযোগ করেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করবে মর্মে পিডিবিকে চিঠি দেয় রেলওয়ে। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে সংযোগ চালু করে দেন।

পাহাড়তলী কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা বলেন, প্রায় ৪ ঘণ্টার মতো বিদ্যুৎ ছিল না। আমাদের আইপিএস ব্যাকআপ ছিল। এতে কোনো রেলের সিডিউল বিপর্যয় হয়নি।

আরও পড়ুন :  সন্ত্রাসের জনপদ রাউজান

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কিছুক্ষণ বিদ্যুৎহীন ছিল। পরে বকেয়া বিল পরিশোধের আশ্বাসে পুনরায় সংযোগ চালু করে দেয় পিডিবি।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page