রবিবার- ৭ ডিসেম্বর, ২০২৫

কেএনএফের নারী শাখার প্রধান আকিম বম আটক

কেএনএফের নারী শাখার প্রধান আকিম বম আটক

বান্দরবানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফের) নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বমকে (৪২) আটক করেছে র‍্যাব।

র‍্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার তৌহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী অপরাধ ব্যাংক ডাকাতি, আইনশৃংখলা বাহিনীর অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় কেএনএফ সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুন :  লটারিতে সিএমপির ১৫ থানার ওসির চেয়ার বদল

তারই অংশ হিসেবে শুক্রবার ভোরে বান্দরবান সদর উপজেলার লাইমী পাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৫ সদস্যরা। অভিযানে পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলা অঞ্চলের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে আটক করা হয়।

এ ঘটনায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে র‍্যাবের প্রেসব্রিফিং আয়োজনের কথা রয়েছে।

আরও পড়ুন :  চট্টগ্রাম বিমানবন্দরে ৯০ লাখ টাকার সিগারেটভর্তি লাগেজ

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page