মঙ্গলবার- ২৮ অক্টোবর, ২০২৫

ইট বানাতে পাহাড় কাটছিল চট্টগ্রামের মীর গ্রুপের আবদুস সালাম

২ লাখ টাকা জরিমানায় রফাদফা

ইট বানাতে পাহাড় কাটছিল চট্টগ্রামের মীর গ্রুপের আবদুস সালাম

ট বানাতে পাহাড় কাটছিল চট্টগ্রামের ভাটিয়ারিতে মীর গ্রুপের আবদুস সালাম। এই অপরাধে গ্রুপটির মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে মাত্র দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (৪ আগস্ট) সকালে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদের নেতৃত্বে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জিরি ভাটিয়ারী এলাকায় মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজে অভিযান চালানো হয়।

আরও পড়ুন :  চট্টগ্রামে সত্তরোর্ধ্ব দাদিকে ধর্ষণ, নাতিকে গণপিটুনি দিয়ে সোপর্দ

ওই সময় মজনু খন্দকার (৬২) নামের এক শ্রমিককে হাতেনাতে ধরে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর জরিমানা হিসেবে মীর ব্রিকস থেকে আদায় করা হয় মাত্র দুই লাখ টাকা। যা ক্ষতির তুলনায় অপর্যাপ্ত বলে দাবি করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, চট্টগ্রামভিত্তিক মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম এস আলমের কর্ণধার সাইফুল আলম মাসুদের বেয়াই। প্রভাবশালীিআবদুস সালাম ভাটিয়ারিতে দীর্ঘদিন ধরে পাহাড় কেটে সাবাড় করলেও চোখ বুজে ছিল পরিবেশ অধিদপ্তর। সরকার পতনের পর পরিবেশ অধিদপ্তর অভিযানে নামলেও জরিমানার পরিমাণ ছিল সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট।

আরও পড়ুন :  চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলিতে প্রাণ গেল যুবদলকর্মীর

প্রসঙ্গত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমের নেতৃত্বে মঙ্গলবার থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর।

ঈশান/খম/মউ

আরও পড়ুন

You cannot copy content of this page