মঙ্গলবার- ৩রা ডিসেম্বর, ২০২৪

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সুবর্ণা মুস্তাফাকে

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সুবর্ণা মুস্তাফাকে
print news

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে অভিনয়শিল্পী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। সুবর্ণা মুস্তাফার সঙ্গে সহযাত্রী ছিলেন তাঁর স্বামী নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদ। সুবর্ণা মুস্তাফার পারিবারিক একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দুজনে চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করেন। এরপর তাঁরা উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। বোর্ডিং শুরুর ঠিক ৫ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে তাঁদের জানান, সুবর্ণা মুস্তাফার ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ আছে। সে কারণে তাঁকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না।

আরও পড়ুন :  শান্তিচুক্তির ২৭ বছরেও পাহাড়ে অশান্তি, চুক্তির মুলে নোবেল পুরুস্কারের লোভ

এদিকে সুবর্ণা ও সৌদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পুলিশ সদস্যরা যখন সুবর্ণাকে যেতে বারণ করছিলেন, তখন তাঁরা বিব্রতবোধ করছিলেন। সুবর্ণার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সুবর্ণা চিকিৎসার জন্যই ব্যাংকক যাচ্ছিলেন। আগামী ৩ ডিসেম্বর তাঁর চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা।

অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হন। সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন :  চট্টগ্রামের সরকারি স্কুলে আসনের ৬২ গুণ ভর্তির আবেদন!

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page