বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪

প্রচ্ছদ /

ওপার বাংলার সেরা অভিনেত্রী পরীমনি

blank
print news

ওপার বাংলায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তাকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে ওপার বাংলার গণমাধ্যম আনন্দবাজার অনলাইন। গণমাধ্যমটি প্রতি বছরই দুই বাংলার শোবিজকর্মীদের মধ্যে থেকে বছরের সেরা তারকা নির্বাচিত করে থাকে। পাশাপাশি গণমাধ্যমটি তাদের পুরস্কৃতও করে আসছে। এবার পরীমনির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএম’র রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

পুরস্কার পেয়ে অনুভূতি প্রকাশ করে পরীমনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরীমনি লেখেন, এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন। আমার শুভাকাঙ্ক্ষী, দর্শক ভক্ত এবং অনুসারী যারা রয়েছেন, আপনাদের ভালোবাসার জন্য আজ আমি এখানে দাঁড়িয়ে। আপনাদের ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। পরীমনি আরও লেখেন, আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা মনে থাকবে আমার।

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page