বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪

সানিয়াকে ছেড়ে অভিনেত্রী সানায় মজলেন শোয়েব মালিক

সানিয়াকে ছেড়ে অভিনেত্রী সানায় মজলেন শোয়েব মালিক
print news

দ্বিতীয় স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। তারই মধ্যে পাওয়া গেলে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের খবর। আর এটি তৃতীয় বিয়ে শোয়েব মালিকের।

শনিবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও শোয়েব মালিক এ তথ্য জানিয়েছেন। পোস্টে বিয়ের কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন।

আরও পড়ুন :  সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের

শোয়েব মালিকের ফেসবুক পেজে বেলা ১২টার দিকে এ কথা জানানো হয়। ওই সময় তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশাল ফরচুনের হয়ে ব্যাটিং করছিলেন।

২০১০ সালে হায়দরাবাদে সানিয়া মির্জার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোয়েব মালিক। ২০১৮ সালে এই দম্পতির প্রথম সন্তান জন্ম হয়। ২০২২ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। তখন থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন।

আরও পড়ুন :  শান্তিচুক্তির ২৭ বছরেও পাহাড়ে অশান্তি, চুক্তির মুলে নোবেল পুরুস্কারের লোভ

সম্প্রতি শোয়েব নিজের ইনস্টাগ্রামের বায়ো থেকে সানিয়া মির্জার নাম মুছে ফেললে আবারও বিচ্ছেদ গুঞ্জন মাথাচাড়া দেয়। এদিকে নিজের ইনস্টাগ্রাম থেকেও শোয়েবের সব স্মৃতি মুছে ফেলেছেন সানিয়া।

দুই দিন আগেই সানিয়া তার ইনস্টাগ্রামে লিখেছিলেন, বিয়ে কঠিন। বিবাহবিচ্ছেদ কঠিন। সানিয়া এখন ব্যস্ত অস্ট্রেলিয়ান টেনিস ওপেনে ধারাভাষ্য দিতে।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page