বিয়ে আল্লাহপ্রদত্ত বিশেষ নেয়ামত এবং রাসুলুল্লাহ (স.)-এর গুরুত্বপূর্ণ সুন্নত। বয়স ও উপার্জনের দিক দিয়ে উপযুক্ত হলে দ্রুত বিয়ে করা হাদিসের শিক্ষা। সহজে বিয়ে হওয়ার জন্য কিছু আমল করতে বলেন আলেমরা। যেমন—
গুনাহ থেকে বেঁচে থাকা, রোজা রাখা, হালাল উপার্জনের চেষ্টা করা, নিজেদের অবস্থান বিবেচনা করে সমকক্ষ কোনো দ্বীনদার পরিবার থেকে বিয়ে করার চেষ্টা করা, বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়া।
এছাড়া বিয়ের জন্য কোরআনে বর্ণিত বিশেষ একটি দোয়া রয়েছে। দোয়াটি প্রত্যেক নামাজের পর বেশি বেশি পড়তে হবে। নামাজের পর ছাড়াও পড়া যাবে। যেকোনো সময়ে যেকোনো জায়গায় পড়া যাবে। দোয়াটি হলো- رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ: ‘হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন, যারা আমাদের চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন।’ (সুরা: ফুরকান: ৭৪)
এছাড়াও হাদিসে বর্ণিত বিশেষ দোয়াগুলো ও আল্লাহর গুণবাচক নামগুলোর আমলও করা যেতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকল অবিবাহিত যুবক-যুবতীদের যথাসময়ে বিয়ে করার তাওফিক দান করুন। পবিত্র জীবন-যাপনের তাওফিক দান করুন। আমিন।