বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪

হুথিদের ভয়ে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ মার্কিন জাহাজ

হুথিদের ভয়ে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ মার্কিন জাহাজ
print news

ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলার ভয়ে লোহিত সাগরের বাব এল-মানদেব প্রণালি থেকে পেছনে ফিরে গেছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি মালবাহী জাহাজ।

এডেন উপসাগর থেকে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মানদেব প্রণালি দিয়ে—জাহাজ দুটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এ সময় কাছাকাছি একটি জায়গায় বিস্ফোরণ হয়। আর বিস্ফোরণ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জাহাজগুলো পেছনে ফিরে যায়।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও অফিসের ঘুষের কবলে আউটসোর্সিং শ্রমিকরা

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুটি জাহাজই পরিচালনা করে মায়ের্স্কের যুক্তরাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান। জাহাজগুলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইড এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পণ্য পরিবহণ করে থাকে।

এ ব্যাপারে মায়ের্স্ক এক বিবৃতিতে বলেছে, সমুদ্রে চলার সময় দুটি জাহাজই কাছাকাছি জায়গায় বিস্ফোরণ দেখতে পায়। এ সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে যুদ্ধজাহাজটি মালবাহী জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল; সেটি বেশ কয়েকটি বস্তু (ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন) প্রতিহত করেছে। জাহাজ এবং ক্রু কেউই ক্ষতিগ্রস্ত হয়নি।

আরও পড়ুন :  রাঙ্গুনিয়ার পোল শিক্ষিকা মালেকা দু‘বছর ধরে চট্টগ্রাম নগরীর স. প্রাথমিক বিদ্যালয়ে!

নৌবাহিনীর পাহারায় জাহাজগুলো আবার এডেন উপসাগরে ফিরে আসে বলে জানায় দ্য গার্ডিয়ান।

ঈশান/খম/সুপ

আরও পড়ুন

You cannot copy content of this page