বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামির পলায়ন, তদন্ত কমিটি গঠন

print news

চেকের মামলায় সাজার রায় শুনে চট্টগ্রাম আদালত থেকে পালিয়েছেন এক আসামি। তবে দুই ঘণ্টা পর তাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আসামি হলেন মো. সাইফুল করিম খান। তিনি নগরের হালিশহরের বজলুল করিম খানের ছেলে।

রবিবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ শহিদুল ইসলামের আদালতে তাঁকে ৬ মাসের সাজা দেন।

আরও পড়ুন :  শান্তিচুক্তির ২৭ বছরেও পাহাড়ে অশান্তি, চুক্তির মুলে নোবেল পুরুস্কারের লোভ

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা। তিনি বলেন, আজকে মামলার রায় ঘোষণার দিন ধার্য্য ছিল। ওই আসামি নিজ থেকে আদালতে হা‌জির হয়েছিলেন।

মামলায় আসামিকে ৬ মাসের সাজা দেয় বিচারক। পরে আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য গাড়িতে তোলার সময় সংশ্লিষ্টদের চোখ ‘ফাঁকি’ দিয়ে পালিয়ে যান তিনি। তবে বেলা আড়াইটার দিকে নগরের সাগরিকা এলাকা থেকে তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন :  আইনজীবী না থাকায় চিন্ময়ের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি

নিশান চাকমা আরও বলেন,  এ ঘটনায় দায়িত্বরত এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া ওই পুলিশ সদস্য হলেন কবির হোসেন। তিনি কোর্ট পুলিশের কনস্টেবল। ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page