সোমবার- ২রা ডিসেম্বর, ২০২৪

জহুর হকার্স মার্কেটে আড়াই কোটি টাকার কাপড় পুড়ে ছাই

জহুর হকার্স মার্কেটে আড়াই কোটি টাকার কাপড় পুড়ে ছাই
print news

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকানের প্রায় আড়াই কোটি টাকার কাপড় পুড়ে ছা্ই হয়ে গেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

জহুর হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফজলুল আমিন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে জহুর হকার্স মার্কেটের প্রবেশ গেটের পাশে হাজি নুর সোবহান স্টোর ও পাশের মদিনা স্টোর পুড়ে যায়। এ দুটি দোকান থেকে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। হাজি নুর সোবহান স্টোর থেকে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন :  জামিন পেলেও মুক্তি মিলছে না বাবুল আক্তারের

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাজি নুর সোবহান স্টোরের মালিক মোহাম্মদ ওসমান গণি বলেন, আমার দোকানের সব স্টক মালামাল পুড়ে গেছে। আমরা কিছুই উদ্ধার করতে পারিনি। আমাদের প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। আমার এখন পথে বসার অবস্থা।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশন থেকে চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এ মার্কেটে প্রচুর দোকান রয়েছে। ঠিক সময়ে ফায়ার সার্ভিস পৌঁছতে না পারলে বড় ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।

আরও পড়ুন :  ঋণখেলাপি মামলায় এস আলমের দুই ব্যাংকের শেয়ার ক্রোকের নির্দেশ

ঈশান/খম/সুপ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page