বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪

রাউজানে প্রবাসীর মৃত্যু নিয়ে রশি টানাটানি

স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা, পুলিশ বলছে স্ট্রোক

print news

চট্টগ্রামের রাউজানে মো. মুছা নামের ওমান ফেরত প্রবাসীর মৃত্যু নিয়ে রশি টানাটানি শুরু হয়েছে পুলিশ ও পরিবারের স্বজনদের মধ্যে। পরিবারের স্বজনরা বলছে, দুর্বৃত্তরা পিটিয়ে মুছাকে হত্যা করেছে। আর পুলিশের দাবি মুসল্লি ও চিকিৎসকের সাথে কথা বলে তারা জেনেছেন স্ট্রোক করে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমা’র নামাজের পর রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজীপাড়া মসজিদ এলাকায় মুছার মৃত্যু ঘটে। মা-বাবার কবর জেয়ারত করতে তিনি রাউজানে এসেছেন বলে জানান নিহত ব্যক্তির ভাই মোহাম্মদ ইউসুফ।

আরও পড়ুন :  রাঙ্গুনিয়ার পোল শিক্ষিকা মালেকা দু‘বছর ধরে চট্টগ্রাম নগরীর স. প্রাথমিক বিদ্যালয়ে!

মোহাম্মদ ইউছুপ অভিযোগ করে বলেন, আমার ভাইয়ের সাথে আমি রাউজান হাজীপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষ করে পাশে থাকা বাবার কবর জেয়ারত শেষ করি। এসময় হঠাৎ দুই যুবক এসে আমার ভাইকে ডেকে মসজিদের পাশে টয়লেটের সামনে নিয়ে নির্মমভাবে মারধর শুরু করে।

এ সময় দুই যুবকের সাথে যোগ দেন আরো কয়েকজন। তাদের নির্যাতনে আমার ভাই মাটিতে লুটে পড়ে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন :  রাঙ্গুনিয়ার পোল শিক্ষিকা মালেকা দু‘বছর ধরে চট্টগ্রাম নগরীর স. প্রাথমিক বিদ্যালয়ে!

নিহতের স্ত্রী ফেরদৌস আক্তার বলেছেন, আমার স্বামী ওমান প্রবাসী। গত ২০ জানুয়ারি ওমান থেকে দেশে ফিরে আমার বাবার বাড়ি হাটহাজারীতে ছিলেন। তিনি রাউজান বাবার কবর জেয়ারত গিয়ে দুর্বৃত্তদের পিটুনিতে মারা গেলেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। নিহত মুছা স্থানীয় হাজী পাড়ার কবির আহমদের পুত্র। তাদের ঘরে সানি ও তানভির নামে দুই সন্তান রয়েছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে রাউজান থানার ওসি জাহেদ হোসেন বলেন, মুসল্লিদের সাথে কথা বলে জানতে পেরেছি ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে পড়ে গিয়েছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন :  রাঙ্গুনিয়ার পোল শিক্ষিকা মালেকা দু‘বছর ধরে চট্টগ্রাম নগরীর স. প্রাথমিক বিদ্যালয়ে!

চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পেরেছি ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে সেটি তদন্ত করে দেখা হবে।

ঈশান/খম/সুপ

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page