বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪

শাহ আমানতে ৭৮০ কার্টন সিগারেটসহ ২ যাত্রী আটক

print news

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৮0 কার্টন বিদেশি সিগারেটসহ ২ যাত্রীকে আটক করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টায় শারজাহ থেকে চট্টগ্রামে আসা এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব সিগারেট পাওয়া যায়।

বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা জানান, ওই ফ্লাইটটি রাত ৮টায় অবতরণ করে। আমদানি শর্তযুক্ত পণ্য আসতে পারে এমন গোপন খবর ছিল। তাই কাস্টমস অফিসাররা বিমানবন্দরের কার্গো ওয়ারহাউসে চিরুনি অভিযান শুরু করে।

আরও পড়ুন :  শান্তিচুক্তির ২৭ বছরেও পাহাড়ে অশান্তি, চুক্তির মুলে নোবেল পুরুস্কারের লোভ

এ সময় দুই যাত্রীর কাছ থেকে ৪৯০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করে। এ সময় মালিকবিহীন আরও ২৯০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ এবং অন্যান্য প্রযোজ্য আইন প্রয়োগ করে কাস্টম হাউস, চট্টগ্রামের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের ডি.এম নং-০২১৬৯০১ মোতাবেক উক্ত অবৈধ সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তির লক্ষ্যে কাস্টোডিয়ান শাখায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন :  চট্টগ্রামের সরকারি স্কুলে আসনের ৬২ গুণ ভর্তির আবেদন!

ঈশান/খম/সুপ

আরও পড়ুন

You cannot copy content of this page