চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আবু সাদেক নামে এক সৌদি প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিআর মামলার মুলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আরমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জি আর মামলার আসামি আবু সাদেক ছটিতে সৌদি আরব থেকে বাড়ি ফিরছিলেন।
গোপন সূত্রে খবর পেয়ে তাকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই অভিযান আমাদের নিয়মিত কার্যক্রম। অভিযান অব্যাহত থাকবে।