চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল স্বল্পমাত্রার এ ভূমিকম্প।
বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক চার। এর গভীরতা ছিল ৯৪ দশমিক সাত কিলোমিটার।
ভূমিকম্পটির উপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক জেলার ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। তবে ভুমিকম্পে মিয়ানমার বা বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখন পর্যন্ত।