মঙ্গলবার- ১২ই নভেম্বর, ২০২৪

কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজের আগুন নিভল ১২ ঘণ্টা পর

কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজের আগুন নিভল ১২ ঘণ্টা পর
print news

ক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলের বহিঃনোঙর এলাকায় এলপিজিবাহী জাহাজ সোফিয়ায় সৃষ্ট আগুন ১২ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল।

রবিবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানান কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যদের চেষ্টায় জাহাজটির ভেতরে পুনরায় অগ্নিকান্ডের ঝুঁকি এড়াতে অগ্নিনির্বাপনী ও উদ্ধারকারী দল এখনও কাজ চালাচ্ছেন। এর আগে জাহাজের ৩১ জন ক্রুকেও জীবিত উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, লাইটারেজ জাহাজটি চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে নোঙর করেছিল। শনিবার দিবাগত মধ্যরাতে জাহাজটিতে আকস্মিক আগুন লেগে যায় এবং পরিস্থিতি ভয়াবহ রূপ পায়।

কুতুবদিয়ার উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও ক্রুদের উদ্ধারে কাজ শুরু করে কোস্ট গার্ডের দুটি জাহাজ এবং নৌবাহিনীর পাঁচটি জাহাজ।

তিনি বলেন, জাহাজটিতে মোট ৩১ জন ক্রু ছিলেন। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে রাখা হয়েছে।

এটি নিছক দুর্ঘটনা, নাকি কোন ধরনের নাশকতা-তা জানতে কোস্ট গার্ডসহ সংশ্লিষ্টরা খোঁজ খবর নিচ্ছে বলে জানান খন্দকার মুনিফ তকি। জাহাজটি কোন দেশ থেকে আসছিল, কি পরিমাণ এলপিজি ছিল এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তাও জানাতে পারেননি এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের জলসীমায় জ্বালানিবাহী জাহাজে অগ্নিকান্ডের তৃতীয় ঘটনা এটি। গত ৩০ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা এলাকায় ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন ‘বাংলার জ্যোতি’ নামের একটি অয়েল ট্যাংকারে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয়।

এরপর ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে ‘বাংলার সৌরভ’ নামের আরেকটি তেলবাহী জাহাজে আগুন লাগে। ওই জাহাজটিও রাষ্ট্রায়ত্ত কো¤পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন। এই দুটি ঘটনার তদন্ত কাজ চালাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের গঠিত ১১ সদস্যের তদন্ত কমিটি।

কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক অনুপম বড়ুয়া জ্বালানিবাহী দুই জাহাজে অগ্নিদূর্ঘটনায় নাশকতার গন্ধ পাচ্ছেন বলে মন্তব্য করেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page