মঙ্গলবার- ৩রা ডিসেম্বর, ২০২৪

নির্বাচন ঘিরে শ্রমিক ধর্মঘট, সারাদেশে সার সরবরাহ বন্ধ

নির্বাচন নিয়ে শ্রমিক সংগঠনের ধর্মঘট, সারাদেশে সার সরবরাহ বন্ধ
print news

ট্টগ্রামের আনোয়ারায় রাঙাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধের অপচেষ্টার প্রতিবাদে রাষ্ট্রায়ত্ত কারখানা সিইউএফএল, ডিএপি ও কাফকো সার কারখানায় ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। ফলে গত শুক্রবার দিবাগত রাত ৯টা থেকে সারাদেশে ডিলারদের মাঝে ইউরিয়া ও অ্যামোনিয়া সার সরবরাহ বন্ধ রয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান। তিনি জানান, শ্রমিক সংগঠনের নির্বাচন ঘিরে সমস্যার কারণে বৃহ¯পতিবার রাত ৯টা থেকে ধর্মঘট পালন করছে ঠিকাদার-শ্রমিক সংগঠনের শ্রমিকরা। ফলে শুক্রবার দিবাগত রাত থেকে সিইউএফএলের সার সরবরাহ বন্ধ রয়েছে।

সিইউএফএলের তথ্যমতে, প্রতিদিন দেশের ৩৪টি ডিপোতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কো¤পানির লিমিটেড (সিইউএফএল) থেকে ৭০০ টন, ডিএপি ফার্টিলাইজার কো¤পানির লিমিটেড (ডিএপিসিএল) থেকে ৩০০ টন ও কর্ণফুলী ফার্টিলাইজার কো¤পানির লিমিটেড (কাফকো) থেকে ২ হাজার ২০০ টন ইউরিয়া ও অ্যামোনিয়া সার সরবরাহ করা হয়। এসব সার দেশের প্রতিটি জেলার ৫ হাজার ৫০০ ডিলারের মাধ্যমে প্রান্তিক চাষীদের কাছে পৌঁছায়। শ্রমিক কিন্তু ধর্মঘটের কারণে এসব সার সরবরাহ বন্ধ রয়েছে। এতে কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে।

আরও পড়ুন :  চট্টগ্রামের সরকারি স্কুলে আসনের ৬২ গুণ ভর্তির আবেদন!

শ্রমিকরা জানান, আগামী ৩ নভেম্বর আনোয়ারার রাঙাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন হওয়ার নির্ধারিত সিডিউল রয়েছে। গত ১ মাস ধরে নিবার্চনকে ঘিরে শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ব্যাপক প্রচার প্রচারণা শুরু হয়।

এরই মাঝে সাধারণ স¤পাদক পদে নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যান্য প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচারণায় থাকলেও নির্বাচন বন্ধ করতে বিশেষ চাপ শুরু করে একটি মহল। এতে নির্বাচন ঘিরে সাধারণ শ্রমিকদের মাঝে নানা শংকা তৈরি হয়েছে। ফলে ক্ষিপ্ত হয়ে উঠেন শ্রমিকরা।

আরও পড়ুন :  আইনজীবী না থাকায় চিন্ময়ের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি

ফলে শ্রমিকরা গত বৃহ¯পতিবার রাত থেকে ধর্মঘটের ডাক দিলে শুক্রবার দিবাগত রাত থেকে সারাদেশে সার সরবরাহ বন্ধ হয়ে যায়। এর আগে গত বুধবার শ্রমিকরা নির্বাচন বন্ধের অপচেষ্টার প্রতিবাদে সিইউএফএল জেটি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং ওইদিন ৬ ঘণ্টা সার সরবরাহ বন্ধ থাকে।

সূত্র জানায়, রাঙাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় ৩২০ জন শ্রমিক রয়েছেন। এ শ্রমিকরা সিইউএফএল, ডিএপিসিএল ও কাফকোর উৎপাদিত ইউরিয়া ও অ্যামোনিয়া সার সরবরাহের কাজ করে থাকেন।

এ বিষয়ে রাঙাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক নজরুল ইসলাম জানান, বিগত ৯ বছরের বেশি সময় ধরে শ্রমিক সংগঠনের এই নির্বাচন বন্ধ ছিল। এ ব্যাপারে সংগঠনের সাধারণ সভায় আগামী রবিবার ৩ নভেম্বর নির্বাচনের পূর্ব নির্ধারিত ঘোষণা ছিল। ইতিমধ্যে প্রচার-প্রচারণাসহ নির্বাচনের সব প্রস্তুতি শেষ হলেও একটি কুচক্রি মহল সাধারণ শ্রমিকদের নির্বাচন বন্ধের হুমকি-ধমকি দিতে শুরু করে।

আরও পড়ুন :  শান্তিচুক্তির ২৭ বছরেও পাহাড়ে অশান্তি, চুক্তির মুলে নোবেল পুরুস্কারের লোভ

শুধু তাই নয়, কুচক্রি মহল আমাদের অফিসে হামলা করে ও পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে। এই ঘটনায় প্রশাসনিক সহযোগিতা না পেয়ে সাধারণ শ্রমিকেরা ক্ষিপ্ত। তাছাড়া শ্রম বিভাগও নানা টালবাহানা শুরু করে। এই অবস্থায় নির্বাচনী অনিশ্চয়তা দেখা দিলে সাধারণ শ্রমিকেরা সার সরবরাহ বন্ধ রেখে ধর্মঘট পালন করছে। যতদিন নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হয় ততদিন সার সরবরাহ কাজ বন্ধ রেখে ধর্মঘট চালিয়ে নেওয়া হবে বলে জানান শ্রমিক সংগঠনের এ নেতা।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page