মঙ্গলবার- ১২ই নভেম্বর, ২০২৪

প্রচ্ছদ /

সুন্দরবন কুরিয়ারে ৫০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

print news

রাজধানীর মতিঝিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শুক্রবার (৫ মে) সন্ধ্যার পর মতিঝিলের হোটেল পূর্বাণী সংলগ্ন ৫ নম্বর দিলকুশা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সরকারী পরিচালক মো. মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। রাত ৯টার দিকে তিনি জানান, সন্ধ্যার পর দিলকুশা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। পরে ৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তের স্বার্থে গ্রেফতার মাদক কারবারির নাম-পরিচয় গোপন রেখে তিনি বলেন, এখনো অভিযান চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন

You cannot copy content of this page