বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে সংশোধিত ফল প্রকাশ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে সংশোধিত ফল প্রকাশ
print news

রকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪৬ হাজার ১৯৯ জন।

রবিবার (২১ এপ্রিল) রাত দেড়টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রবিবার দুপুরে শিক্ষক নিয়োগের প্রকাশিত ফলে উত্তীর্ণ হয় ২৩ হাজার ৫৭ জন। কিন্তু প্রকাশিত ফলে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের কারও ফলাফল প্রকাশ না হওয়ায় কারিগরি ত্রুটির বিষয়টি সামনে আসে। এ নিয়ে তারা মন্ত্রণালয়ে ইমেইল করেন।

আরও পড়ুন :  শান্তিচুক্তির ২৭ বছরেও পাহাড়ে অশান্তি, চুক্তির মুলে নোবেল পুরুস্কারের লোভ

পরবর্তীতে মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বুয়েটের কারিগরি দল ও আইআইসিটি এই দুই সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃমূল্যায়ন করে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে।

তাছাড়া, উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও এসএমএস পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুন :  চট্টগ্রামের সরকারি স্কুলে আসনের ৬২ গুণ ভর্তির আবেদন!

তৃতীয় ধাপের পরীক্ষা তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলায় গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন তিন লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page