সোমবার- ৯ই সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে দুপুর হতেই বাড়ছে ভোটার

print news

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। এ সময় পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তখন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। দুপুর হতেই প্রতিটি কেন্দ্রে ভোটার বাড়ার খবর পাওয়া গেছে। দুপুর পৌনে ১২টার দিকে নগরীর লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা গেছে বলে জানান ভোটাররা।

তবে এর মধ্যে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি। কেন্দ্রে ভোট দিতে আসা ফেরদৌস আক্তার বলেন, ভোট দিতে এসে বেশ ভালো লাগছে। নিজের পছন্দ মতো প্রার্থীকেই ভোট দিয়েছি। পছন্দের প্রার্থীই জিতবেন বলে আশা এই ভোটারের।

পাহাড়তলীর সরাইপাড়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও দেখা যায়, ভোটার উপস্থিতি নজর কাড়ার মতো। এ কেন্দ্রেও নারী ভোটারদের উপস্থিত ছিল বেশি।

ভোট দিতে আসা ভোটার জ্যোৎস্না খাতুন বলেন, ভোট দিতে লাইনে দাঁড়িয়েছি। এখন পর্যন্ত কোনো ধরনের ঝামেলা হয়নি। সবকিছু শান্তভাবেই হচ্ছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে।

এ উপ-নির্বাচনে প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।

উল্লেখ্য, গত ২ জুন এ আসনের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যু ঘটে। এতে এ আসন শূন্য ঘোষা করা হয়। তফসিল অনুযায়ী আজ ভোট গ্রহণ চলছে।

আরও পড়ুন

জনপ্রিয়

error: Content is protected !!