বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪

প্রচ্ছদ /

যুক্তরাষ্ট্রে যেখানেই যাচ্ছি মেয়েরা ছিড়ে খাচ্ছে : জায়েদ খান

blank
print news

নিজের ঢোল পেটাতে পছন্দ করেন নায়ক জায়েদ খান। বিশেষ করে নারীদের বিষয় নিয়ে। কয়েকমাস আগেও একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মেয়েরা তার প্রেমে পাগল। কেউ কেউ টাকার বিনিময়ে সময় কাটাতে চান তার সঙ্গে।

জায়েদের এসব কথা নিয়ে ট্রল হয় নিয়মিত। তবে নিজের বক্তব্যে অবিচল তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ। সেখান থেকেও নিয়মিত নিজের ঢোল পিটিয়ে যাচ্ছেন তিনি। এবার জানালেন, যুক্তরাষ্ট্রে যেখানেই যাচ্ছেন সেখানেই মেয়েরা ছিড়ে খাচ্ছেন তাকে।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও অফিসের ঘুষের কবলে আউটসোর্সিং শ্রমিকরা

জায়েদ বলেন, ‘এখানকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। যেখানেই যাচ্ছি মেয়েরা এসে ছেকে ধরছে। প্রত্যেকেই আমার সঙ্গে ছবি তুলতে চায়। এককভাবে ছবি তোলে, তারপরে সবাই মিলে। এতো মেয়ের সঙ্গে ছবি তুলতে গেলে কত সময় খরচ হয়! অবশ্য আমার খারাপ লাগছে না। আমার সঙ্গে ছবি তুলে আনন্দ পেলে সেটা আমার জন্যও আনন্দের।’

আরও পড়ুন :  রাঙ্গুনিয়ার পোল শিক্ষিকা মালেকা দু‘বছর ধরে চট্টগ্রাম নগরীর স. প্রাথমিক বিদ্যালয়ে!

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে পারফর্ম করতে যুক্তরাষ্ট্র যান জায়েদ। নিউইয়র্ক ও ভার্জিনিয়ার দুই অনুষ্ঠানে যোগ দেন তিনি। নিউইয়র্কের অনুষ্ঠানে সমালোচনার কবলেও পড়েন। তবে ভার্জিনিয়ার দর্শকেরা জায়েদের নাচ উপভোগ করেছেন বলে জানান জায়েদ খান।

এবার ঢালিউড অ্যাওয়ার্ডে জায়েদ ছাড়াও ছিলেন মাহফুজ আনাম জেমস, গায়ক তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, চিত্রনায়িকা পূজা চেরি, গায়ক প্রতীক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও অফিসের ঘুষের কবলে আউটসোর্সিং শ্রমিকরা

আরও পড়ুন

You cannot copy content of this page