বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪

বেনাপোল এক্সপ্রেসে নিখোঁজ তরুণীকে খুঁজছেন চঞ্চল চৌধুরী

বেনাপোল এক্সপ্রেসে নিখোঁজ তরুণীকে খুঁজছেন চঞ্চল
print news

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুনের ঘটনায় নিখোঁজ যাত্রীর তালিকায় আছেন অভিনেতা চঞ্চল চৌধুরীর শিক্ষকের কন্যা চন্দ্রিমা চৌধুরীও। স্বজনরা তাকে খুঁজে পাচ্ছে না। তার খোঁজে নেমেছেন চঞ্চল চৌধুরীও।

শনিবার নিজের ফেসবুকে চন্দ্রিমা চৌধুরীর ছবি প্রকাশ করে নিখোঁজ সংবাদ লিখেছেন চঞ্চল চৌধুরী। শুরুতেই নিজের পোস্ট শেয়ার করতে আনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন।

আরও পড়ুন :  রাঙ্গুনিয়ার পোল শিক্ষিকা মালেকা দু‘বছর ধরে চট্টগ্রাম নগরীর স. প্রাথমিক বিদ্যালয়ে!

এরপর চঞ্চল লিখেছেন সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গতকাল রাত নয়টায় বেনাপোল এক্সপ্রেস ঢাকাগামী যে ট্রেনটিতে আগুন লেগেছিল ঐ ট্রেনের চ বগিতে বেলগাছি এ জেড উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রয়াত প্রিয় শিক্ষক চিত্ত রঞ্জন প্রামানিক এর মেয়ে চন্দ্রিমা চৌধুরী (সৌমি) ছিল। তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই বগি/ট্রেনে যাতায়াতকারী কেউ, কোনো হাসপাতাল, পুলিশ ষ্টেশন /যেকোনো স্থানে কেউ তাকে দেখে থাকলে দ্রুত জানানোর জন্য বিনীত অনুরোধ করছি !

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও অফিসের ঘুষের কবলে আউটসোর্সিং শ্রমিকরা

এরপর নিখোজ তরুণীর বর্ণনা দিয়ে চঞ্চল লিখেছেন, নাম- চন্দ্রিমা চৌধুরী (সৌমি), বয়স- ২৮ বছর, লিঙ্গ– মহিলা, উচ্চতা- ৫ ফুট (আনুমানিক)। পোশাক- মেরুন রংয়ের জামা ও একই রংয়ের চাদর। সঙ্গে আকাশী রংয়ের সোয়েটার পরিহিত ছিল।

রবিবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন নারী ও শিশুসহ চারজন। দগ্ধ আরও আটজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন :  রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও অফিসের ঘুষের কবলে আউটসোর্সিং শ্রমিকরা

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page