বুধবার- ৪ঠা ডিসেম্বর, ২০২৪

এবার চট্টগ্রামেও হবে ‘জয় বাংলা’ কনসার্ট

এবার চট্টগ্রামেও হবে ‘জয় বাংলা’ কনসার্ট
print news

ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবার চট্টগ্রামেও অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপির সহযোগিতায় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ঢাকার পক্ষ থেকে জমকালো কনসার্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।

ইতোমধ্যেই সম্পূর্ণ আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মনিটরিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আরও পড়ুন :  আইনজীবী না থাকায় চিন্ময়ের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, কনসার্ট স্টেজ কাঁপাতে আসছেন আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ আরও অন্য ব্যান্ড ও শিল্পীরা।

প্রতিবছর ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার প্রথমবারের মতো এমএ আজিজ স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন চলছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আয়োজনের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

তিনি বলেন, জয় বাংলা মন্ত্রে তরুণদের একতাবদ্ধ করতে ৭ মার্চ আয়োজন করা হচ্ছে জয় বাংলা কনসার্ট। আমাদের সব ধরনের প্রস্তুতির কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি, চট্টগ্রামবাসীকে আমরা তাদের কাঙ্ক্ষিত কনসার্ট উপহার দিতে পারব।

আরও পড়ুন :  বৈদেশিক মুদ্রাসহ চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী আটক

ঈশান/সুপ/মউ

আরও পড়ুন

You cannot copy content of this page