বুধবার- ২৬ মার্চ, ২০২৫

সাড়ে ৩ কেজি স্বর্ণালঙ্কারসহ বিমানযাত্রী আটক

print news

সোনার বারসহ সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণালঙ্কার নিয়ে মাসকাট থেকে আসা এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। হাফিজ হাসান নামে ওই যাত্রীকে আটক করা হয় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।

বুধবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল (হশাআবি) সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার।

তিনি জানান, মাসকাটের ওমান থেকে ওমান এয়ারের ডব্লিউ ওয়াই ৩৭১ ফ্লাইট বুধবার বিকাল সাড়ে ৩টায় অবতরণ করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটে অভিযান পরিচালনা করেন গোয়েন্দারা

এ সময় ফ্লাইটের ৩২এ সিটের যাত্রী হাফিজ হাসানকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তল্লাশি করে তার সামনের সিটের ব্যাক পকেটে সাদা স্কচ টেপে মোড়ানো স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। সেখানে ৩২টি সোনার বার পাওয়া যায়। পরবর্তীতে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। মোট উদ্ধারকৃত সোনার পরিমাণ ৩ কেজি ৮১০ গ্রাম। আটককৃত সোনার আনুমানিক বাজার মূল্য তিন কোটি উনত্রিশ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, আটককৃত সোনার বারগুলো ঢাকা কাস্টম হাউসের মূল্যবান শুল্ক গুদামে জমা প্রদান করার কার্যক্রম চলমান রয়েছে। দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ধারা ২(এস) অনুযায়ী বিমানবন্দর থানায় যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম চলছে।

ঈশান/খম/সুপ

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page