মঙ্গলবার- ২১ জানুয়ারি, ২০২৫

একশ দিনের মধ্যে ৫০০ ইটভাটা ধ্বংস করা হবে: পরিবেশমন্ত্রী

print news

আগামী ১০০ দিনের মধ্যে ৫০০ ইটভাটা ধ্বংস করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এ ছাড়া ঢেকে না রেখে নতুন ভবন নির্মাণ করলে জরিমানার পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি।

বুধবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘ঢাকার চারপাশে অবৈধ ইটভাটার সংখ্যা এক হাজার। আর সারা দেশে আছে দুই হাজার অবৈধ ইটভাটা। ধীরে ধীরে সব ধ্বংস করা হবে। প্রথম ১০০ দিনের কর্মসূচি হিসেবে ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে। বায়ুদূষণ বন্ধ করতে হলে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। বায়ুদূষণকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

আরও পড়ুন :  চট্টগ্রামে গুদাম থেকে রেলের মূল্যবান সরঞ্জাম উধাও!

বাড়ি নির্মাণের ক্ষেত্রে বা বালু-সিমেন্ট পরিবহন, গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী ব্যবস্থা নেবেন- এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এ জন্য আমাদের সিটি করপোরেশন আছে, তাদের সহায়তা নিতে হবে। খোলা ট্রাকে করে ঢাকা শহরে বালু-সিমেন্ট বহন করলে জরিমানার পরিমাণ বাড়ানো হবে। এ ছাড়া ঢেকে না রেখে নতুন ভবন নির্মাণ করলে জরিমানার পরিমাণ বাড়ানো হবে।

আরও পড়ুন :  চট্টগ্রামে গুদাম থেকে রেলের মূল্যবান সরঞ্জাম উধাও!

সাবের হোসেন চৌধুরী বলেন, গাড়ির ধোঁয়া নিয়ে আমাদের বিআরটিএ আছে। যেসব গাড়ির ফিটনেস নেই, তাদের বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিতে পারব না। শব্দদূষণ বিষয়েও বিআরটিএ দেখে। তবে এটি কার্যকর করার দায়িত্ব শুধু আমাদের না, সবার দায়িত্ব।’

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্ক আছে তার একটি অন্যতম দিক হচ্ছে জলবায়ু ও পরিবেশ নিয়ে। ফ্রান্সের প্রেসিডেন্ট যখন বাংলাদেশে এসেছিলেন, তখন বলে গিয়েছিলেন একটি জলবায়ু অভিযোজন চুক্তি ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে করতে আগ্রহী। আজকে আমরা মূলত সেই চুক্তির মধ্যে কোন বিষয়গুলো থাকবে, কোন বিষয় অগ্রাধিকার দেওয়া হবে- সেটি নিয়ে আলোচনা করেছি।’

আরও পড়ুন :  চট্টগ্রামে গুদাম থেকে রেলের মূল্যবান সরঞ্জাম উধাও!

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন

No more posts to show